• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভা সুত্রে জানাযায়, জেলায় ৬ লক্ষ পশু কোরবানীর জন্য প্রস্তুত রাখা হয়েছে যা জেলায় প্রয়োজনের তুলনায় দ্বিগুন। কোরবানীর ৭দিন পর ঢাকায় চামড়া যাবে। জেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে জেলায় ১ লক্ষ ৬৭ হাজার ভাতা ভোগীর মাঝে ২শ ২০ কোটি টাকা দেয়া হয়। ফসলি জমিতে মাটি কাটা হচ্ছে এসব বন্ধ করতে, ওয়েব পোর্টাল আপডেট করতে হবে। উননয়ন কাজের তালিকা করতে হবে। শতভাগ বিদুতায়ন হয়েছে, নতুন সংযোগের জন্য আবেদন করলে ৭ থেকে ১৮ দিনের মধ্যে সংযোগ দেয়া হচ্ছে। চামড়া সংরক্ষণের জন্য ব্যবস্থা নেয়া হবে। চামড়ায় যথাযথভাবে লবণ প্রয়োগ করতে হবে। জাল টাকার ব্যাপারে সচেতন থাকতে হবে। রা¯তার উপর পশুর হাট বসানো যাবে না। শহর পরি¯কার পরিছন্ন রাখতে হবে। ঈদকে নির্বিঘœ করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। অনাবাদী জমি আবাদ যোগ্য করার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় সিদ্ধান্ত হয়। লোড সেডিং ১৫-২০ ভাগ হচ্ছে।
জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মন্ডল, কৃষি সম্প্রসারণের উপ পরিচালক মো. জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এএসপি ডিএম হাসিবুল বেনজির, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্রপরিষদের সভাপতি আব্দুল মতীন খান,বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুজ্জামান, ভ্ঙাগুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গনপুর্ত বিভাগের প্রকৌশলী আব্দুস সাত্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলীহেলালী, চেম্বার্স সভাপতি সাইফুল আলম, জেলা প্রাথমিক কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার, পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী , জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ কুমার,পাসপোর্ট এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডি বিএডিসি(বীজ) রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *