নিজস্ব সংবাদদাতা ॥ পাবনায় ঐতিহাসিক ছয় দফা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, উপদেষ্টা মন্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মুক্তা, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মিজানুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমদ শরীফ ডাবলু, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল´াহ আল মামুন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান শেখ,সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের বিশ্বাস অন্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।