• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনার সাঁথিয়ায় এক ভুয়া  ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা ও চিকিৎসার সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমান আদালত

১২-০৭-২০২৩

পাবনা প্রতিনিধি:শাহজাপুর চক্ষু সেবা কেন্দ, স্পেশালাইজড এন্ড ফেকো ষ্টোর নামে সাইন বোর্ড থাকলেও বিগত ২ বছর আলোর মুখ দেখে নাই প্রতিষ্ঠানটি, অথর্চ প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে পাবনায় গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় ফ্রী চক্ষু সেবা দেবার কথা বলে, একটি কোম্পানির ভায়োডিন নামের একটি ড্রপ বিদেশী ঔষধ বলে চোখে কানে দুই ফোটা দিয়ে  গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে  হাতিয়ে নিচ্ছে তাদের ঘাম ঘামানো অর্থ । পাবনা থেকে জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানার পাঠানো ডেক্স রিপোর্ট। গেল দু্ই বছর আগে  সিরাজগঙ্জ শাহজাপুর চক্ষু সেবা কেন্দ, স্পেশালাইজড এন্ড ফেকো ষ্টোর নামে একটি প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠানটি চালু না হলেও প্রতিষ্ঠানের পার্টনার এম এইচ শাহীন বিভিন্ন ডিগ্রি ব্যাবহার করে তার  স্ত্রী শামীমাকে সাথে নিয়ে জেলার বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষের হাত করে স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রী চক্ষু সেবার মাইকিং করে রুগি দেখেন।বিষয়টি নজরে আসে আমাদের আনন্দ টিভির জেলা প্রতিনিধি সহ পাবনার সাংবাদিকদের,তারা রুগি সেজে তার বাড়ির চেম্বারে জান এবং চিকিৎসা নেন। কানে ভায়োডিন নামের ড্রপ দিতে গেলে ধরে ফেলেন সাংবাদিক। বিষয়টি সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি তৎক্ষণাৎ সাথিয়া সহকারী কমিশনার ও  আরএম ও সহ  আইনশৃঙ্খলা বাহীনিকে পাঠান, তারা আসলে চটপট  স্বীকার করেন।

নিয়মিত রোগী দেখার কথা স্বীকার করলেও প্রতারনার বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করে ভুয়া এই চিকিৎসক। দীর্ঘদিন নাটোরের মিশন হাসপাতালে রোগীদের চিকিৎসা দিয়েছেন বলে দাবী প্রতারক শাহিনের। 

বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী এক লাখ টাকা অর্থদন্ড ও চিকিৎসার সরঞ্জাম জব্দ করে সাথিয়া সহকারী কমিশনার ( ভূমি )। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *