পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নে চাঁদা না পেয়ে দোকান বন্ধের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শাহীনের বিরুদ্ধে।
এজাহারে জানা যায়, যুবলীগ নেতা শাহিনের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী আতাইকুলা বাজারের ব্যবসায়ী মোঃ আজমত্ব্র দোকানে বিশ লক্ষ টাকা চাঁদা চেয়ে ভয়ভীতি প্রদর্শন করে।চাঁদা না দেওয়ায় গত ৫ ডিসেম্বর দুপুরে শাহীনের নেতৃত্বে রিয়াদ মিলন শেখ রেজোওয়ান ও প্রান্তসহ বেশ কয়েকজন আজমত খানের দোকানে এসে অকথ্যভাষায় গালিগালাজ ভাঙচুর ও দোকানের ক্যাশ বক্স থেকে পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে এবং ব্যবসায়ী আজমত খানকে দোকান থেকে বের করে তালা লাগিয়ে দেয় শাহীন ও তার সন্ত্রাসী বাহিনীর।
স্থানীয়রা জানান, শাহীন ৫ আগষ্টের পূর্বে সাবেক ডেপুটি স্পিকার এড. শামসুল হক টুকুর সাথে রাজনীতি করতেন। সে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। আওয়ামীলীগের আমলে ব্যাপক চাঁদাবাজি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। সরকার পতনের পর শাহীন বিএনপি নেতাদের সাথে মিছিল মিটিং করে এখন বিএনপি সেঁজে আবার আগের মত চাঁদাবাজি শুরু করেছে। বিএনপি বেশ কয়েকজন নেতাকর্মীদের সমর্থনে চাঁদাবাজি করছে শাহীন ও তার সন্ত্রাসী দল।
এ বিষয়ে শাহীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম হাবিবুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুস্পষ্ট প্রমাণ পেলে আসামিকে গ্রেফতার করা হবে।