এস এম আলম, ১ মে: পাবনায় পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ-মহা পরিদর্শক শেখ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. জামাল উদ্দিন। এছাড়াও পাবনা মটোর শ্রমিক ইউনিয়ন, মহিলা শ্রমিক লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসুচী পালন করে।