বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর জানাযার নামাজ ঢাকায় আদায় করতে না দেওয়ায়, সারা দেশে গায়েবানা জানাজায় হামলা, মামলা, গ্রেপ্তার ও হত্যার প্রতিবাদে- বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা।
বুধবার (২৩ আগস্ট) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে খন্ড খন্ড বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে।
পাবনা পৌরসভা জামায়াতের আমির অধ্যাপক রাকিব উদ্দিন এর নেতৃত্বে সকাল পৌনে আট ঘটিকার সময় একটি মিছিল শহরের গুড় বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে দোগাছি রিকশা স্ট্যান্ডে এসে শেষ হয়।
বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক রাকিব উদ্দিন ।
পরে সকাল ৮ ঘটিকার সময় পাবনা সদর উপজেলা আমীর মাওলানা আব্দুর রব এর নেতৃত্বে শহরের মাসুম বাজার থেকে আর একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয় । মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালের এসে শেষ হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রব।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাকারিয়া হোসেন, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ নূরুন্নবী
স্টাফ রিপোর্টার
দৈনিক জীবন কথা
০১৭৬৮৯২১৯৬৯