নিজস্ব প্রতিবেদক:
পাবনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে বৃদ্ধ কে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা আব্দুর রব বাপ্পি পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও শালগাড়িয়া মহল্লার চেল্টু মন্ডলের ছেলে।
ভুক্তভোগী আবুল বাশার (৭০) জানান, অভিযুক্ত আব্দুর রব বাপ্পি আওয়ামীলীগ সরকারের সময় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। ০৫ আগষ্ট স্বৈরাচার পতনের পর গা ঢাকা দিলেও সম্প্রতি পুনরায় সে এলাকায় অবস্থান করছে। এমনকি আবারও অন্যায় রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। আমি তার অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ করায় ২৬ শে ডিসেম্বর আমার উপর আব্দুর রব বাপ্পি, বাধন ও সুজন মিলে আক্রমণ করে। এসময় তারা দেশীয় অস্ত্র দ্বারা আমাকে বেধরক মারপিট করে। আমি এই সন্ত্রাসীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি।
এবিষয়ে অভিযুক্ত আব্দুর রব বাপ্পির মতামত চাইতে একাধিক বার কল করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।