মিজানুর রহমান ঃ টেবুনিয়া সীড গীডাউন থেকে কোদালিয়া ও দাপুনিয়ার চর প্রতাপপুর সহ পাবনায় পৃথক দুটি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কাজের ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। দীর্ঘদিনের প্রত্যাশিত প্রায় কোটি টাকা ব্যয়ের এ রাস্তা পেয়ে দুটি এলাকার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী, মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আব্দুল করিম, দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, সের আলী মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক লীগের গনযোগাযোগ সম্পাদক মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী প্রমুখ।