ডেস্ক নিউজ ॥ সারাদেশে চলতি বছরে বন্যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ও বন্যাসৃষ্ট কিছু দুর্ঘটনায় এ পর্যন্ত ৪২ জনের মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ময়মনসিংহের বন্যাকবলিত এলাকায় বিভিন্ন রোগে মোট ৫৮২ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছে ৫০ জন, কিন্তু কেউ মারা যায়নি। রংপুরে ৪১২ জন আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। সিলেটে সর্বোচ্চ ২ হাজার ৩৫৯ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যুও হয়েছে সর্বোচ্চ ২১ জনের।