• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ঢাকায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর সাথে ডক্টর হোসনে আরা বেগমের মতবিনিময় 

উত্তর জনপদ বৃহত্তর রাজশাহী জেলার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ দারা এমপি এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ঠ শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক,শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি গত বৃহস্পতিবার ঢাকায় মাননীয় প্রতিমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। ডক্টর হোসনে আরা বেগম মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কার্যালয়ে পৌছালে তাঁকে স্বাগত জানানো হয়। এ সময় দুই জনের মধ্যে শারীরিক কুশলাদি বিনিময়ের মাধ্যম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রতিমন্ত্রী তাঁর সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড বিশেষ করে তাঁর মন্ত্রণালয়ের কার্যক্রমের উপর আলোচনা করেন।টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম আলোচনায় অংশ নেয়। তিনি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা সৃষ্টির কর্মকৌশল হিসাবে “আমার গ্রাম আমার শহর” এ পরিণত করে স্মার্ট বাংলাদেশ সৃষ্টির নিমিত্তে পল্লী গ্রামের উত্তম যোগাযোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয় অবকাঠামো বিশেষ করে প্রান্তিক অঞ্চলে অধিক গুরুত্ব দিয়ে পথ-ঘাট ও গ্রামীন সড়ক নির্মাণের আহ্বান জানান। উত্তরবঙ্গের কৃতিসন্তান পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ দারা এমপি তাঁর কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং তা যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে তিনি সে মোতাবেক কার্যক্রমের প্রত্যয় ব্যক্ত করেন। টিএমএসএসের নির্বাহী পরিচালক, বগুড়া কোল্ড স্টোরেজ ও নার্স এসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম টিএমএসএস রচিত বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ স্মারক গ্রন্থটি প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ দারা এমপিকে প্রদান করেন। এ সময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব, টিএমএসএসের সেক্টর প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর নিগার সুলতানা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম বগুড়ায় টিএমএসএস পরিচালিত ফাউন্ডেশন অফিস কার্যালয়সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের জন্য প্রতিমন্ত্রী মহোদয়কে আহবান জানান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *