• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

চৌকিবাড়ি মোস্তফাবিয়া ডিএসডি মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আটঘরিয়া প্রতিনিধি ॥ আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ি মোস্তফাবিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসায় গত ৮ জুন বুধবার মাদ্রাসা সম্মেলন কক্ষে দাখিল/২০২২ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল। প্রধান অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন মধুপুর সিদ্দিকিয়া দরবার শরীফের পীর মাওলানা নাজমুদ্দৌলা সাহেব।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মজিদ, সহ সুপার মাওলানা আছগর আলি, সিনিয়র শিক্ষক ফজলুর রহমান খান, এবতেদায়ী প্রধান মাওলানা হযরত আলি প্রমুয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ ফজর আলি, ফরহাদ হোসেন, সিনিয়র শিক্ষক আলমগীর কবির খান, আখতারুজ্জামান খান, মাওলানা বাকীবিল্লাহ, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আক্কাছ আলি, আয়শা পারভীন, কৃষি শিক্ষক শফিকুল ইসলাম, সাঈদা খাতুন সহ ছাত্র/ ছাত্রী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *