• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

চরবাঙ্গাবাড়ীয়া কোরআনিয়া ও আবাসিক হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের কোরআনের ছবক প্রদান ও অভিভাবক সমাবেশ

সুজন মাহমুদ ॥ পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়ীয়া কোরআনিয়া ও আবাসিক হাফিজিয়া মাদরাসায় ৩৯ জন ছাত্র-ছাত্রীকে কোরআনের ছবক প্রদান ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ছবক প্রাপ্তদের মধ্যে ছাত্র ২১ জন ও ছাত্রী ১৮ জন। শুক্রবার সকাল ৮ টায় এ উপলক্ষে মাদরাসা কমপ্লেক্স জামে মসজিদে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের কোরআনের ছবক প্রদান করেন কায়েমকোলা কাজী সাহাব উদ্দিন মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল হাসান। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কায়েমকোলা কাজী সাহাব উদ্দিন মদিনাতুল উলুম মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারী আলহাজ্ব মাওলানা আব্দুল হাই ফারুকী, শালগাড়ীয়া গোরস্থান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ছফিউল্লাহ।
চরবাঙ্গাবাড়ীয়া মাদরাসা, মসজিদ, ঈদগাহ ও গোরস্থান কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন অত্র মাদরাসার মুহতামিম হাফেজ মাও: মোঃ আলতাফ হুসাইন, পরিচালনা কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, সেক্রেটারী আলহাজ্ব শরীফুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব রিকাত মন্ডল প্রমূখ। এছাড়াও হিমায়েতপুর ইউপির সাবেক সদস্য মো: নজরুল ইসলাম, চরবাঙ্গাবাড়ীয়া পূর্বপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাও: আল-আমিন, সোনাপট্টি জামে মসজিদের খতিব মাও: আলতাফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার সহকারী প্রধান শিক্ষক হাফেজ মাও: আব্দুল করিম। আলোচনা শেষে মাদরাসার ২০২১-২২ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অভিভাবক সমাবেশে সকল অভিভাবকের সম্মতিক্রমে অতি দ্রুত মাদরাসার শিক্ষার্থীদের জন্য বোডিং সুবিধা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চরবাঙ্গাবাড়ীয়া কোরআনিয়া ও আবাসিক হাফিজিয়া মাদরাসায় বর্তমানে মক্তব, নাজেরা ও হিফজ বিভাগে শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। এছাড়া অনাবাসিক মক্তব বিভাগও চালু আছে মাদরাসাটিতে। এর পাশাপাশি শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *