• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

গাছের মাথায় উঠে অসুস্থ যুবককে উদ্ধার করল ফায়ার সার্ভিসের একটি চৌকস দল

সংবাদদাতা ॥ পাবনা সদর সদর উপজেলা ভাঁড়ারা বাডড়র পাশে মোঃ সাব্বির শেখ নামে (২৭) একজন যুবক আম পারতে গাছের মাথায় উঠে অসুস্থ হয়ে পড়ে, স্থানীয়রা অনেক চেষ্টা করেও নামাতে পারছে না এমন সংবাদের ভিত্তিতে পাবনা ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন এর নেতৃত্বে ফায়ার ফাইটার জহিরুল ইসলাম ও কলের লোকজন সহ উক্ত ভিকটিমকে প্রায় আধা ঘন্টা চেষ্টার পড় জিবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। স্থানীয় সুত্রে জানা যায় ভাঁড়ারা গ্রামের আলমগীর শেখের ছেলে মোঃ সাব্বির শেখ প্রতিদিনের মত গাছের পাকা আম পারতে উেেঠ এবং কিছু সময় পর মাথা ঘুরে পরে যায় একটি গাছের ডালে। স্থানীরা উদ্ধার করতে না পারলে পাবনা ফায়ার সার্ভিসকে ফোন দিলে দূত্র সময়ের মধ্যে তারা এসে অসুস্থ সাব্বির শেখকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে, অসুস্থ সাব্বির শেখ ভাল আছে বলে জানায় স্থানীয়রা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *