১১-০৭-২০২৩
উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
কানে কম শোনাই কাল হলো তার
পাবনার ঈশ্বরদী উপজেলায় মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে কামরুদ্দীন হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৯ জুলাই) দুপুর ২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন সংলগ্ন ফতেমোহাম্মদপুর ফুটবল মাঠে সামনে রেললাইনে এ ঘটনা ঘটে। কামরুদ্দীন পৌর শহরের ফতেহমোহাম্মদপুর এলাকার মৃত জাফর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে পৌর শহরের পশ্চিম টেংরি এলাকায় মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফতেহমোহাম্মদপুর এলাকায় ফিরছিলেন। ফতেহমোহাম্মদপুর ফুটবল মাঠ এলাকা পার হওয়ার সময় মালবাহী একটি ট্রেনে কাটা পড়ে কামরুদ্দীন হোসেন ঘটনাস্থলেই মারা যান।
কামরুদ্দিনের ছেলে মিন্টু আলী বলেন, আমার বাবা কানে কম শোনেন। ট্রেন দূর থেকে সংকেত দিলেও তিনি শুনতে পাননি। ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জাগো নিউজকে বলেন, ট্রেনের ধাক্কায় কামরুদ্দিনের মৃত্যুর খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।