• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ইনতিবাহুল উম্মাহ মাদ্ররাসা উদ্যোগে কুরআন বিতরন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান 

০৩-০৮-২০২৩

ইউ এন এস ঃ পাবনা দোগাছী বলরামপুর আরিফপুর ইনতিবাহুল উম্মাহ মাদ্ররাসা উদ্যোগে কুরআন বিতরন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০টায় নিজ প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট দাঈ আরিফ মিনহাজ রহমান । আরো বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মো. আল আমিন,  সমাজ সেবক সাদেকুর রহমান সাদেক, মহরম প্রামানিক, সাংবাদিক এস পারভেজ।  এসময় উপস্থিত ছিলেন প্রবাসী মো. মাহমুদউল্লাহ, ব্যবসায়ী হারুন অর রশিদ, মুমিনুর রহমান সজিব, আদু প্রামানিক, নয়ন প্রামানিক। অনুষ্ঠানে কৃর্তি ছাত্রদের মাঝে প্রবিত্র কুরআন, পাগড়ি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ক্বারি ওমর ফারুক। এসময় ছাত্র, শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৮ সালে প্রতিষ্ঠিত ইনতিবাহুল উম্মাহ মাদ্ররাসা ঐ এলাকায় সকলের মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতি লক্ষ্যনীয় এবং প্রায় ৩০ জন ছাত্র হাফেজ হয়েছেন। বর্তমান ৬০ জন ছাত্র ও ৫ জন শিক্ষক কর্মকর্তা দিয়ে পরিচালিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *