সংবাদদাতা ঃ অদ্য ১৪.১০.২০২৩ ইং তারিখ অনন্য সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়, অনন্য সেন্টার, ঢাকা রোড,শালগাড়িয়া, পাবনায় সামাজিক স্মার্ট ব্যবস্থাপনার উপর এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুনের পরিকল্পনা ও নির্দেশনায় উক্ত ওরিয়েন্টেশন পরিচালিত হয়। এতে অনন্য সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন শাখা অফিসের শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহন করেন। দুপুর ২.৩০ ঘটিকা হতে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশন সংস্থার গভর্নিং বডির সদস্য মোঃ আতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন উদ্বোধন করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক খন্দকার গোলাম সরওয়ার। প্রধান অতিথি মহোদয় অনন্য সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত এরুপ ওরিয়েন্টেশন আয়োজনের জন্য সাধুবাদ জানান এবং তিনি সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের আপামর জনসাধারনকে যে সকল সেবা সমূহ প্রদান করা হয় সে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন যে, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে ১৭ প্রকার সেবা প্রদান করা হয়। তার মধ্যে উল্লেখ্যযোগ্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দূরারোগ্য ০৬ টি রোগ চিহ্নিত হলে তাহা প্রতিকারের জন্য আর্থিক অনুদান, ক্ষুদ্র ঋন প্রদান সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। তিনি অনন্য সমাজ কল্যাণ সংস্থাকে ক্ষুদ্র ঋণের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্য বিবাহ রোধ, যৌতুক প্রথা রোধ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্প্রসারনের উপর কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহকারী পরিচালক সেলিম আহমেদ। অনুষ্ঠানে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, সিনিয়র প্রোগ্রাম অফিসার (অডিট) পলাশ চন্দ্র পাল, এরিয়া ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেন ও মোঃ সাইফুল ইসলাম,সিনিয়র প্রোগ্রাম অফিসার (আই.টি) সজীবুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুস সাত্তার, হিসাব বিভাগের কর্মকর্তা লিটন কুমার কুন্ডু ও প্রশাসন বিভাগের কর্মকর্তা হাসনাত জামিল প্রান্ত প্রমুখ।