সুজানগর (পাবনা) প্রতিনিধি: “স্মার্ট যুব, সমদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন।এ সময় বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান,যুব উদ্যোক্তা সাইদুল ইসলাম সাইদ ও সুমাইয়া খাতুন প্রমুখ। উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবীর বাবু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান ইসলাম, শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুব উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
ক্যাপশন: পাবনার সুজানগরে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
পাবনার সুজানগরে জাতীয় যুব দিবসের যুব উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান।
এম মনিরুজ্জামান
সুজানগর, পাবনা।
০১৭১৬৭৭২৪৩১