সংবাদদাতা ॥ পাবনার সুজানগরের হাজার বিঘা চরের ফসলি জমি রক্ষার দাবীতে ভায়না, লক্ষীপুর, গোপালপুর, হেমরাজপুর, তারাবাড়ীয়া, চলনা, চরপারা, চর মানিকদীর, নিশ্চিন্তপুর, কাচুরী, সাতবাড়িয়া ও চরবিশ্বনাথপুরে পদ্মা নদীতে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করেছে। গত রবিবার দুপুরে হাজার বিঘার চড়ের পাড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন বক্তব্যেদেন ইয়াছিন প্রামানিক, রশিদ আলী শেখ, আকবর মন্ডল, হাশেম শেখ, আমিরুল, হিলাল, বাচ্চু শেখ, নবী প্রমানিক প্রমুখ। ভুক্তভুগী কৃষকরা বক্তব্যে বলেন, একটি প্রভাবশালী মহল ইজারা নিয়ে বিভিন্ন জায়গা অপরিকল্পিত ভাবে অবাধে ডিজার দিয়ে বালু কেটে নেবার ফলে তাদের শত শত বিঘা আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে। তিন ফসলী জমিতে সোনালী পাট, ধান, গম, বাদাম, তিল, সরিষা, ভূট্রা, পেয়াজ, রসুন, ছোলা সহ নানান ফসল আবাদ হয়। সাধারণ কৃষকদের এক মাত্র জীবিকা নির্বাহ করে এই সকল চরের জমি দিয়ে। অচিরেই এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন নদী পাড়ের কৃষকরা।