• Mon. Dec 30th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

রাষ্ট্রপতির উদ্যোগে ও পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ঈদ উপহার পেল পাবনার ফরিদপুর উপজেলার প্রত্যন্ত এলাকার হতদরিদ্ররা


মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন এর উদ্যোগে এবং পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পাবনার ফরিদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ফরিদপুর উপজেলার অসহায় মানুষদের মাঝে এ সকল ঈদ উপহার সামগ্রী তুলে দেন পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের দফতর সম্পাদক মো. মহিউদ্দিন ভুঁইয়া। এ সময় স্থানীয় প্রেসক্লাব সভাপতি হাফিজ উদ্দিনসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের দফতর সম্পাদক মো. মহিউদ্দিন ভুঁইয়া জানান, মহামান্য রাষ্ট্রপতি ও পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভপতি মো.সাহাবুদ্দিন স্যার এর উদ্যোগে এবং পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবেক রেল সচিব সেলিম রেজা স্যারের পরামর্শক্রমে সুজানগর উপজেলার দেড় ‘শ জন সহ জেলার এক হাজার হত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গরীব অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এ ঈদ সামগ্রী বিতরণ করে। এ ছাড়া পাবনা শহরে ১‘শ জন এবং সাঁিথয়ায় এ সব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এবিএম ফজলুর রহমান
স্টাফ রির্পোটার, পাবনা অফিস
০৩ এপ্রিল, ২০২৪ ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *