• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বেসরকারি পর্যায়ের হজযাত্রীদের ফ্লাইট শুরু আজ

ডেস্ক নিউজ ॥ আজ রাত থেকে শুরু হবে বেসরকারি পর্যায়ের হজযাত্রীদের ফ্লাইট। ইতোমধ্যে ৩ হাজার ৩৩৯ জন বেসরকারি হজযাত্রীর ভিসাও হয়ে গেছে। আর সরকারি ২ হাজার ৬৮৩ যাত্রীর ভিসা সম্পন্ন। গতকাল মঙ্গলবার আশকোনা হজ ক্যাম্পে যাত্রা পূর্ব সব কার্যক্রম সম্পন্ন করেছেন যাত্রীরা। ভিসা নিয়ে জটিলতা না থাকায় নির্বিঘ্ন হজযাত্রার প্রত্যাশা হজ অফিসের আর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট হাবও। ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্য আগামী ৮ জুন ছেড়ে যাবে দুটি ফ্লাইট। একটি সরকারি অন্যটি বেসরকারি হজযাত্রীদের। মঙ্গলবার সকাল থেকে এসব হজযাত্রী সম্পন্ন করেন যাত্রা পূর্ববর্তী সব কাজ। ইতোমধ্যে ভিসাও হাতে পেয়েছেন ৮ ও ৯ জুনের হজযাত্রীরা। প্রাথমিক রিপোর্টসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে ফ্লাইটের অপেক্ষায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *