• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা সদরে তিনটি অবৈধ ইটভাটায় অভিজাত

পরিবেশ উন্নয়নে ও পরিবর্তনশীল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮/ তারিখে শনিবার  পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে এবং পাবনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার  এর নেতৃত্বে পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর এলাকায় অবস্থিত ৩ টি অবৈধ ইটভাটায়  মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স এ আর বি ব্রিকস হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা)মেসার্স কে আর বি ব্রিকস এর ৪০,০০০ (চল্লিশ হাজার টাকা) এবং মেসার্স আ এ ব্রিকস ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) মোট ১,৪০,০০০/- (এক লক্ষ ৪০  হাজার) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা  কার্যালয়ের  সহকারী পরিচালক  জনাব মোঃ নাজমুল হোসাইন।মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের ও পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।  

জেলা পুলিশ পাবনার একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।পরিবেশ  দূষণ নিয়ন্ত্রণে চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর পাবনা।

আব্দুল কাইউম পাবনা 

০১৮৪৯৩০৪৯৫০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *