গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পুলিশ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২
কোম্পানি কমান্ডারের কার্যালয়,
ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, পাবনা।
তারিখঃ ২৩ আগস্ট, ২০২৩ খ্রিঃ।
প্রেস রিলিজ
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ২২/০৮/২০২৩ তারিখ ১৯.০৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনাজেলারপাবনাথানাধীনপাবনাশহরস্থএআরকর্ণারমার্কেটেরআন্ডারগ্রাউন্ডেজনৈকআব্দুলখালেকএরকফিরদোকানেরসামনে’ অভিযান পরিচালনা করে ৯৫ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
৩। গ্রেফতারকৃত আসামীর নামঃ ১। মোঃ আসিবুল হাসান @ শান্ত (২২), পিতা-মোঃ মন্টু আলী, সাং-চকজয়েনপুর মাঠপাড়া, ২। মোঃ শিশির শেখ (২১), পিতা-মোঃ মান্নান শেখ, সাং-ঘরনাগড়া, ৩। মোঃ পারভেজ প্রামানিক (২৭), পিতা-আব্দুর রাজ্জাক, সাং-মালিগাছা, সর্ব থানা-পাবনা সদর, জেলা-পাবনা।
৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় আসছিল।
৫। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাদেরকে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
স্বাক্ষরিত/–
মোঃ তৌহিদুল মবিন খান
স্কোয়াড্রন লীডার
কোম্পানি কমান্ডার
র্যাব-১২, সিপিসি-২, পাবনা