• Mon. Dec 30th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় শিক্ষার্থীদের সাথে সদর থানা ওসির স্বাক্ষাৎ

আব্দুল কাইউম :বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ পাবনা সদর থানার আফিসার ইনচার্জ (ওসি) রওশন আলীর সাথে স্বাক্ষাৎ করেন।রবিবার ১১আগস্ট দুপুর ১টায় সমন্বয়ক দেলোয়ার, মাঈনুল ইসলাম সৌরব,নিরব সহ বিভিন্ন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। 

আন্দোলন কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, দখলদারিত্ব ও সংখ্যালঘুদের ওপর হামলা সমুহের  সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধরন ছাত্র ছাত্রীরা সম্পৃক্ত নয় বলে জানান। ৫আগস্ট এর পরে শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচি সাধারণ জনগণের কাছে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। 

বৈষম্য বিরোধী আন্দোলোনের সাথে জড়িত আহত ছাত্র দের সুস্থতা ও আইন শৃঙ্খলা বিষয়ক নানাবিধ দিকনির্দেশনামুলক আলোচনা করেন তারা।

তাঁরা বলেন যতদিন পর্যন্ত আন্দোলনকারী আহত ছাত্ররা সুস্থ হবে না, ততদিন আমাদের বিভিন্ন কর্মসূচী চলমান থাকবে, আমরা দেশ স্বাধীন করেছি, এখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সংস্কার মূলক বিভিন্ন কাজে আমরা মাঠে আছি এবং থাকবো।

Exif_JPEG_420

সাংবাদিক দের এক প্রশ্নের উত্তরে শিক্ষার্থীরা  জানান 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কমিটি ছাড়া নতুন কোন কমিটি নেই।

এদিকে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রওশন আলী বলেন,নিরপেক্ষতার সহিত সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগনের পাশে থাকবো।জনস্বার্থে সৎ ও ন্যায়,নিষ্ঠার সাথে আমরা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবো এমনটাই আহব্বান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *