• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় ইউনিয়ন পর্যায়ে মাসব্যাপী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

এস এম আলম, ২৪ এপ্রিল: পাবনায় ইউনিয়ন পর্যায়ে মাসব্যাপী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। দুপুরে সদর উপজেলার হল রুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার সহযোগীতায় ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই প্রশিক্ষণের ভার্চুয়ালী উদ্ধোধন করেন মহাপরিচালক জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট মনোজ কুমার রায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) যুগ্ম সচিব শফিকুল ইসলাম। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপপরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজির। মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণে ৪০জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *