১২-০৭-২০২৩
পাবনা প্রতিনিধি : পাবনায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. শরীফ আহমেদ। জেলা সমাজ সেবা কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসসের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সহকারী পরিচালক গোলাম সরোয়ার, সহকারী পরিচালক আসাফ উদ দৌলা, সমাজ সেবা অফিসার শারমিন জাহান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন করেছে। টেকসই উন্নয়নে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই প্রশিক্ষণ কর্মসুচী । এখান থেকে প্রশিক্ষণ গ্রহন করে নিজের এবং দেশের উন্নয়ন সাধন করতে হবে। এ ব্যাপারে সকল প্রশিক্ষানার্থী কে সচেতন হতে হবে।
সমাজসেবা কার্যালয় সুত্রে জানাযায়, ৫০ জন অনগ্রসর জনগোষ্ঠীর মানুষকে ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে। কম্পিউটার, ড্রাইভিং, রেফ্রিজেরেটর, এসি, হাউজ ওয়ার এর উপর প্রশিক্ষণ দেয়া হবে।