• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পরীক্ষায় ফেল করায় পাবনায় শিক্ষার্থীর আত্মহত্যা 

পাবনা সুজানগর  উপজেলা সৈয়দপুর এলাকায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে মিথিলা  নামের এক শিক্ষার্থী।

২৬ নভেম্বর রোববার সকালে ফলাফল প্রকাশ হওয়ার পর  গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। পরে পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে  নিকটস্থ হাসপাতাল এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মিথিলা সৈয়দপুর গ্রামের দেলোয়ার শেখের  মেয়ে। সে কাশিনাথপুর মহিলা  ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।এ বিষয়ে আমিনপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ  জানান, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছি। আসলে এটি একটি খুবই দূ:খজনক ঘটনা। তিনি আরও জানান আইনি পক্রিকার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে মিথিলার অকাল মৃত্যুতে পরিবার স্বজন প্রতিবেশী এবং সহপাঠীদের মাঝে ব্যাপক শোক বিরাজ করছে।
আলমগীর কবির পল্লব বেড়া উপজেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *