• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

নোয়াখালী ও পাবনায় টিএমএসএসের নবাগত মাঠ কর্মীদের ওয়াটার ক্রেডিট কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল খালেক পিভিএম ॥ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের নোয়াখালী জোনের নতুন নিয়োগপ্রাপ্ত মাঠ কর্মীদের কর্মশালা ১৭/৬/২২ তারিখ জোন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় নোয়াখালী জোনের জোন প্রধান মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের চট্টগ্রাম ডোমেইন প্রধান উপপরিচালক শুভাশীষ সাহা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ওয়াটার ক্রেডিট প্রোগ্রামকে একটি জনকল্যাণকর প্রোগ্রাম হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন”মানুষের স্বাস্থ্য সচেতনতার জন্য টিএমএসএস বদ্ধপরিকর, সমাজের প্রতিটি মানুষের নিজের স্বাস্থ্যকে ভাল ও সুস্থ রাখার জন্য সচেতনতা একান্ত প্রয়োজন। ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম সামাজিক সচেতনতায় বিশেষ ভূমিকা রাখবে। “উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে চট্টগ্রাম বিভাগের ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের ট্রেনিং কো-অর্ডিনেটর তাজউদ্দিন আহমদ উপস্থিত থেকে প্রোগ্রাম সম্পর্কে দিক প্রশিক্ষনার্থীদের নির্দেশনা মূলক আলোচনা করেন।তিনি বলেন”মানুষ একা ভাল থাকতে পারে না, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারলে সকলে মিলেই ভাল থাকা সম্ভব। টিএমএসএস সারা দেশ ব্যাপী ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের মাধ্যমে সে সামাজিক সচেতনতা মূলক কাজটি করে চলেছে”।
সারা দিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ ও আলোচনা করেন জোন প্রধান মোঃ আব্দুল কাদের ও এরিয়া প্রধান মোঃ আমজাদ হোসেন।কর্মশালায় নোয়াখালী জোনের ২০জন নবাগত মাঠ কর্মী অংশ নেয়।
একই দিনে টিএমএসএসের অপারেশন-১১,নাটোর ডোমেইনের অধীন পাবনা জোন কর্তৃক আয়োজিত টিএমএসএসে নতুন নিয়োগ প্রাপ্ত মাঠ কর্মীদের ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের আয়োজনে দিন ব্যাপী কর্মশালা ১৭/৬/২২ তারিখ পাবনা জোনের জোনাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়।পাবনা জোনের জোন প্রধান মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের সুজানগর এরিয়া প্রধান মোঃ জালাল উদ্দীন।সারাদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন টিএমএসএসের পাবনা জোন প্রধান মোঃ সাইদুর রহমান ও সুজানগর এরিয়া প্রধান মোঃ জালাল উদ্দীন।কর্মশালায় টিএমএসএস-এর কর্ম এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহারে সচেতন করতে নতুন নিয়োগ প্রাপ্ত মাঠ কর্মীদের প্রতি আহবান জানান ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।তিনি ট্রেনিংয়ে স্বাস্থ্য সম্মত টয়লেট,নিরাপদ পানির ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে জীবন যাপন করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কে
আলোচনা করেন। এ প্রশিক্ষণ কর্মশালায় পাবনা জোনের নতুন নিয়োগ প্রাপ্ত ১৮টি শাখার ২৬জন মাঠ কর্মী অংশ নেয়।প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীদের মধ্যে একটি করে ব্যাগ ও উপকরণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *