মিজানুর রহমান,পাবনা
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে ইউনিয়নটির দাপুনিয়া বাজারে পাশে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্য কালে তিনি বলেন, বাংলাদেশে বিগত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে তা আসলেই অকল্পনীয়। দেশের সকল উন্নয়নই দৃশ্যমান। গ্রামগঞ্জের দৃশ্য উন্নয়নের মাধ্যমে পাল্টে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
তিনি বলেন, বিএনপি-জামাত দেশে যে অরাজকতা সৃষ্টি করছে, তা দেশের মানুষের জন্য কল্যাণকর নয়।
এরা দেশের মানুষের ভালো চায় না। এদেরকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ঈদ্রিস আলী উড্ডু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুস মন্ডলের পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সদস্য ও পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল,সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ , জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়তুন নেছা, আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।
এসময় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান
পাবনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৩