আব্দুল খালেক পিভিএম ॥ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৪,রংপুর ডোমেইনের অধীন লালমনিরহাট জোনের শাখা প্রধান ও এরিয়া প্রধানদের সমন্বয়ে মাসিক কার্য অগ্রগতি পযালোচনা ও সমন্বয় সভা ১২/৬/২২ তারিখ লালমনিরহাট জোনের জোনাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় লালমনিরহাট জোনের, জোনাল ম্যানেজার মোঃ ময়নুল হক প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন ৪,রংপুর ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান।প্রধান অতিথি মোঃ সাজ্জাদুর রহমান কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগাবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। তিনি আরো বলেন যারা এ প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বেশি বেশি কাজ করবে তাদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।প্রধান অতিথি সভায় খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যতœশীল হওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি নতুন,নতুন সদস্য নির্বাচন করে নতুন,নতুন দল গঠন করে কাজ করতে কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেওয়াসহ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। লালমনিরহাট জোনের ৪টি এরিয়ার,এরিয়া প্রধান ও ১৬ টি শাখার শাখা প্রধানগন সমন্বয় সভায় অংশ নেয়।সভায় মে মাসে সন্তোষ জনক বকেয়া হ্রাস ও অন্যান্য ক্ষেত্রে অর্জন ভালো হওয়ায় ৫ জন শাখা প্রধান যথাক্রমে মোঃ সাহিদার রহমান কালিগঞ্জ ২ শাখা,মোঃ খোরশেদ আলম লালমনিরহাট ১শাখা,মোঃ মনিরুল ইসলাম চাকলারহাট,জীবন কুমার বর্মা বাউড়া শাখা ও মোঃ আমিনুল ইসলাম পাটগ্রাম ১শাখা কে পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান ২০২২-২৩ অর্থ বছরের পরিকল্পনা প্রনয়ণ বাস্তবায়নের কৌশল গত দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সকল কর্মকর্তা ও এরিয়া প্রধান কে যুগোপযোগী হয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান।