আন্তর্জাতিক ডেস্ক ॥ ইউক্রেনের চলমান রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের কারণে বিশ্বে সৃষ্টি হয়েছে কৃত্রিম খাদ্য সংকট। এরমধ্যেই খবর রটেছে, চালের রফতানিতে লাগাম টানতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশ ভারত।
তবে সোমবার (১৩ জুন) দেশটির সরকার এই গুঞ্জন নাকচ করে দিয়েছে। ভারতের খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, ভারতে চালের পর্যাপ্ত মজুত রয়েছে এবং রফতানি কমানোর কোনও পরিকল্পনা নেই। এর আগে, বিশ্বজুড়ে দাম বৃদ্ধির কারণে গত ১৩ মে গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। রফতানি নিষিদ্ধ করলেও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশটি প্রতিবেশী এবং অন্যান্য দেশ, যারা খাদ্য নিরাপত্তা হুমকির মুখোমুখি হয়েছে, তাদের জন্য জিটুজি ভিত্তিতে সরবরাহ চালু রাখে। এরপরই চালের রফতানিতে ভারত লাগাম টানতে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছিলেন। তবে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ভারতের খাদ্য সচিব সুধাংশু পান্ডে এ গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের চেয়েও বেশি চাল মজুত রয়েছে। তাই চালের রফতানি সীমিত করার কোনও পরিকল্পনা নেই।’