• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

কুষ্টিয়া জোনে টিএমএসএস সদস্যের মৃত্যু পরবর্তী বীমার টাকা প্রদান

২৮-৭-২০২৩

বগুড়া জেলার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৬ খুলনা ডোমেইনের আওতাধীন পরিচালিত মেহেরপুর জেলার,কুষ্টিয়া জোনের অধীন,চুয়াডাঙ্গা অঞ্চল কর্তৃক আয়োজিত মেহেরপুর শাখার  সদস্য ও চুয়াডাঙ্গা জেলার, চুয়াডাঙ্গা অঞ্চলের,শরোজগঞ্জ শাখার সদস্যের মৃত পরবর্তী সহযোগিতা মূলক জীবন বীমার সুবিধাদাবীর টাকা ফেরত প্রদান অনুষ্ঠান ২৩ জুলাই মেহেরপুর শাখা ও ২৬ জুলাই শরোজগঞ্জ শাখা কার্যালয়ে  অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে টিএমএসএসের মেহেরপুর শাখার,শাখা প্রধান এএমডি শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক জীবন বীমার সুবিধাদাবীর টাকা ফেরত প্রদান করেন টিএমএসএসের কুষ্টিয়া জোনের,জোন প্রধান মোঃ মাহাবুবুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের চুয়াডাঙ্গা অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ আবু বকর সিদ্দিক।মেহেরপুর শাখার ২৩ জুলাই তারিখ অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মাহাবুবুর রহমান কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি এ এলাকায় কার্যক্রম জোরদার করনের আহবান জানান।তিনি কর্মকর্তা ও উপকার ভোগী সদস্যদের মধ্যে ঋণ বিতরণ,মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে প্রয়োগের উপর আলোচনা করেন।তিনি টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।বিশেষ অতিথি অঞ্চল প্রধান মোঃ আবু বকর সিদ্দিক খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি বলেন,টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।তিনি সদস্যদের ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয় ও আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।অনুষ্ঠানে টিএমএসএসের চুয়াডাঙ্গা অঞ্চলের,মেহেরপুর শাখার সদস্য রতন কুমারের মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক দাবীকৃত বীমার ৭০ হাজার টাকা তার স্ত্রী কলি রানী দাসের নিকট ফেরত প্রদান করা হয়।অনুষ্ঠানে টিএমএসএসের মেহেরপুর  শাখার,হিসাব কর্মকর্তা মোঃ শিমুল হোসেন,ফিল্ড সুপারভাইজার মোছাঃ শারমিন নাহার ও চন্দন কুমার প্রমুখ বক্তব্য দেন।অপর ২৬ জুলাই অনুষ্ঠানে টিএমএসএসের কুষ্ঠিয়া জোনের চুয়াডাঙ্গা অঞ্চলের,শরোজগঞ্জ শাখা,কার্যালয়ে অনুষ্ঠিত হয়।শরোজগঞ্জ শাখার,শাখা প্রধান মোঃ শাহাবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও মৃত্যু পরবতী বীমা টাকা ফেরত প্রদান করেন টিএমএসএসের চুয়াডাঙ্গা অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ আবু বকর সিদ্দিক।টিএমএসএসের মৃত্যু সদস্য মোঃ আক্কাস আলীর মৃত্যু পরবতী বিমার টাকা তার স্ত্রী মোছাঃ রুশিয়া খাতুনের নিকট ৯০ হাজার টাকা ফেরত প্রদান করা হয়।অনুষ্ঠানে শাখার হিসাব কর্মকর্তা মোঃ সবুজ আলী,ফিল্ড সুপারভাইজার মোছাঃ রুশিয়া খাতুন ও মোঃ বেলাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।বিমার টাকা ফেরত প্রদান অনুষ্ঠানে টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, মৃত্যু সদস্যদের নিকট আত্মীয় স্বজন,সুবিধাভোগী সদস্য,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট  মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এম এ খালেক খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *