শহর প্রতিনিধি:
বঙ্গবন্ধু সৈনিক লীগের ৩৫ সদস্যের পাবনা জেলা আহ্বায়ক কমিটি
ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির
সভাপতি মো. হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান
তূর্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এ
কমিটিতে শহিদুল ইসলাম নয়নকে আহ্বায়ক ও আব্দুল মালেককে ১ নং
যুগ্ম আহ্বায়ক সহ ৩ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া
কমিটিতে আরো ৩১ জনকে সদস্য করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯০ দিনের জন্য একজন আহ্বায়ক, ৩
জন যুগ্ম আহ্বায়ক ও ৩১ সদস্য সহ ৩৫ সদস্যের এ কমিটির অনুমোদন
দেয়া হলো। বেধে দেয়া এ সময়ের মধ্যে জেলার অন্তর্গত সকল উপজেলা ও
পৌর কমিটি গঠন করে তার তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশও দেয়া
হলো। এছাড়া এ বিজ্ঞপ্তিতে নবগঠিত এ জেলা কমিটির নেতৃবৃন্দকে
আ.লীগ ও তার অঙ্গসংগঠনের সাথে পরিচিত হবার তাগিদও দেয়া হয়েছে।
এব্যাপারে নবগঠিত পাবনা জেলা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম
নয়ন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী
করার লক্ষ্যে যাচাই-বাছাই শেষে কেন্দ্র এ কমিটির অনুমোদন দিয়েছেন।
আমরা কেন্দ্রের নির্দেশনা ও সংগঠনের গঠনতন্ত্র মেনেই সকল কাজ
করবো। উপজেলা ও পৌর কমিটি গঠনের নির্দেশনাও যথাযথভাবে পালন কর
হবে।
#
সৈকত আফরোজ আসাদ
পাবনা। ০৩ অক্টোবর ২০২৩
মোবা: ০১৭১২ ৭৮২৯৭১