• Thu. Oct 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

৭১ টেলিভিশনের সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে পাবনায় বিএমএসএস এর মানববন্ধন প্রদর্শিত

রবিউল রনি: জামালপুর ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর হত্যা কারীদের বিচারের দাবিতে সারাদেশে সাংবাদিকদের মামলা ও হামলাসহ বিভিন্ন হয়রানি প্রতিবাদে পাবনায় মানববন্ধন অনুষ্টিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির আয়োজনে
১৭ জুন সকাল ১১টা থেকে পাবনা আব্দুল হামিদ রোড প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান , বিএমএসএস এর রাজশাহী বিভাগীয় যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বিকাশ, বাংলা টিভি জেলা প্রতিনিধি এস এম আলম, চ্যানেল এস টিভির পাবনা জেলা প্রতিনিধি এম.জে সুলভ, আনন্দ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধ নবী নেওয়াজ,দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি ও পাবনার বানী পত্রিকার বার্তা সম্পাদক রবিউল ইসলাম রনি, দৈনিক জনবাণী পাবনা প্রতিনিধি পলাশ হোসাইন, দৈনিক দেশ প্রতিদিন জেলা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম, দৈনিক বিপ্লবী সময়ের স্টাফ রিপোর্টার মনোয়ার পারভেজ মানিক, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি জীম খান, দৈনিক দিগন্তরের জেলা প্রতিনিধি রোকণ বিশ্বাস, দৈনিক পাবনার আলোর প্রতিনিধি শামীম আহম্মেদ, তমাল তরু, পাবনার বাণী পত্রিকার সাংবাদিক রহমতুল­াহ দোলন সহ পাবনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রদান কালে বক্তারা বলেন অনতিবিলম্বে এই জঘন্যতম হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির বিধান না করা হলে আন্দোলন আরো বেগবান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *