পিপ: “পৃথিবীটাকে যেমন পেয়েছো তার থেকে সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর” এই শ্লোগানে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে ২০তম পাবনা জেলা কোর্স ফর রোভার মেট’র সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৪ই জুন থেকে শুরু হওয়া এই কোর্সে রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার ১২০ জন রোভার স্কাউট এর সদস্যরা অংশ নেন। কোর্সের সমাপনী দিনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বাংলাদেশ রোভার স্কাউটস পাবনা জেলার সহ-সভাপতি মাহফুজা সুলতানা’র সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বাংলাদেশ রোভার স্কাউটস পাবনা জেলার কোষাধক্ষ্য ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সরকারি এডওয ার্ড কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রোভার স্কাউটস পাবনা জেলার কমিশনার আশরাফ আলী। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জুয়েলসহ আরো অনেকেই। অনুষ্ঠানে বিভিন্ন দলের অংশ গ্রহণে পরিবেশিত হয় গান, অভিনয় ও নৃত্য।