আব্দুল কাইয়ুম ॥ ‘জন-শুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক গতকাল শনিবার সকাল ১০ টায় পরিসংখ্যান বুরো পাবনার উপ- পরিচালক মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে পাবনা পি.টি.আই ইনস্টিটিউট’র সক্রেটিস পৌর মিলনায়তনে ৪ দিন ব্যাপী জন-শুমারি গৃহগণনা ভিত্তিক প্রশিক্ষণ ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত-বিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। তিনি জানান তথ্য প্রযুক্তি’র আলোকে নির্ভুল -ভাবে জনশুমারি ও গৃহ গনন কর্মসূচি’ সফল হোক। সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং এর পরিসংখ্যাননিক গবেষণার অপরিসীম গুরুত্ব রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা পৌর মেয়র শরীফ উদ্দীন প্রধান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পাবনা পরিসংখ্যান ব্যুরো’র খন্ডকালী জোনাল অফিসার আবু সাঈদ শিখন ও পিটি আই জোনাল অফিসার মাহবুবুল আলম সহ বিভিন্ন কর্মকর্তা গন। ১৫ জুন সকাল ৮ টা থেকে সকল স্তরে এক যোগে জনশুমারী ও গৃহগণনা শুরু হবে।