• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে আটঘরিয়ায় আনন্দ র‌্যালি

আটঘরিয়া প্রতিনিধি ॥ আমাদের এই সোনার বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্ন ও উন্নয়নের প্রতীক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ র‌্যালি বের করা হয়েছে। এর আগে আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন অনুষ্ঠান প্রজেক্টের মাধ্যমে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া ইউএনও মাকসুদা আক্তার মাসু, সহকারী কমিশনার ভুমি আরিফুজ্জামান। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি মোটরসাইকেল আনন্দ র‌্যালি উপজেলা প্রধান ফটকের সামনে থেকে আনন্দ র‌্যালি বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আটঘরিয়া কড়ইতলা হয়ে আটঘরিয়া বাজার পাটি অফিসে এসে শেষ হয়। আনন্দ র‌্যালিতে অংশ গ্রহণ করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া, সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেলান উদ্দিন, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল সরদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খাতুন, সাধারণ সম্পাদক শেফালী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুর ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি পামেলা, সাধারণ সম্পাদক পপি, ছাত্র লীগের সভাপতি খাইরুল হাসান নাসিম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ, আ. লীগ নেতা বাঁধন, নাসিম আশরাফুল ইসলাম সহ র‌্যালিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *