• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সৌদিকে পেছনে ফেলে চীনে তেল রফতানিতে শীর্ষে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমাদের নিষেধাজ্ঞা পড়েছে রাশিয়ার ওপর। এতে চীনের কাছে কমদামে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির কারণে চীনের সবচেয়ে বড় তেল সরবরাহকারী হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। এর আগে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি তেলন আমদানি করেছে চীন। তবে গত বছরের তুলনায় এবছরের মে পর্যন্ত চীনে রাশিয়ান তেলের আমদানি বেড়েছে প্রায় ৫৫ শতাংশ। মহামারি করোনার কারণে চীনা অর্থনীতির গতি কিছুটা কমে গেলেও, রাশিয়ান তেল আমদানি বাড়িয়ে দিয়েছে দেশটি। মার্কিন ও ইউরোপীয় ক্রেতারা রাশিয়ান তেল কেনা বন্ধ করে দিলেও, চীনের রাষ্ট্রীয় তেল শোধনাগারগুলো কমদামে রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে। চীনের কাস্টমস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মে মাসে পর্যন্ত প্রায় ৮৪ লাখ টনেরও বেশি রাশিয়ান তেল চীনে রফতানি করা হয়েছে। একই সময়ে সৌদি আরব চীনে রফতানি করেছে ৭৮ লাখ টন অপরিশোধিত তেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *