• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সেই ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ নামের ৩ শিশুকে প্রধানমন্ত্রী উপহার

ডেস্ক নিউজ ॥ নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম নেয়ার পর তাদের নাম পদ্মা সেতুর নামে যথাক্রমে ‘স্বপ্ন, পদ্মা ও সেতু’ নামকরণ করায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই অভিনন্দনবার্তা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার মোহাম্মদ শামীম মুসফিক নারায়ণগঞ্জে গিয়েছিলেন। তিনি জানিয়ে গেছেন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। পৌঁছে দিয়েছেন উপহারস্বরূপ এক ভরি করে তিনটি স্বর্ণের চেইন, ফলমূল ও কাপড়। সোমবার (২০ জুন) বিকালে বন্দরের নবীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে যান শামীম মুসফিক। সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা। অপুর স্ত্রী এ্যানি বেগম ওই সময়ে তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। তাদের তিন সন্তানের মধ্যে একজন ছেলে ও দুইজন মেয়ে। ছেলের নাম রেখেছেন স্বপ্ন আর দুই মেয়ের নাম রেখেছেন পদ্মা ও সেতু, যা একসাথে হয় ‘স্বপ্নের পদ্মা সেতু’। বর্তমানে মা ও সন্তানেরা সকলেই সুস্থ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *