• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সুশাসন প্রতিষ্ঠায় গন-মাধ্যমের
ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

সংবাদদাতা : সুশাসন প্রতিষ্ঠায় গন-মাধ্যমের ভূমিকা নিয়ে পাবনায় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। রাজশাহীর আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোকলেসুর রহমান। উপ-প্রধান তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো চীফ উৎপল মির্জা ও সাংবাদিক নরেশ মধু সহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা। উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ বিভিন্ন গনমাধ্যমের ৫৫ জন সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন তথ্য আিফসার আতিকুর রহমান শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *