সুজানগর (পাবনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার আয়োজনে, উপজেলার সনাতন ধর্মাবলম্বী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মীর রাশেদুজ্জামান। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কে এম হেসাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। আরো বক্তব্য দেন, পৌর জামায়াতের আমীর অধ্যাপক ফারুক ই আজম,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিৎ রায়, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল আলীম রিপন, এম মনিরুজ্জামান,পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার রায় প্রমুখ। এ সময় উপজেলা , পৌর, ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।