• Thu. Oct 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সুজানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে শিক্ষক আহত

২০-০৮-২০২৩

শামীম আহমেদ দৈনিক পাবনার আলোর ভ্রামমান
প্রতিনিধিঃ-

পাবনার সুজানগরের চলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ‌ ধসে পড়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকাদ্দেস আলী (৪০) আহত হয়েছে। ২০/০৮/২০২৩ অর্থাৎ রোববার সকালে এই ঘটনা ঘটে। আহত শিক্ষক মোকাদ্দেস আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে সহকারী শিক্ষক মোকাদ্দেস আলী পঞ্চম শ্রেণীর ক্লাস নেওয়ার জন্য শ্রেণীকক্ষে প্রবেশ করেন। এ সময় দীর্ঘদিনের জরাজীর্ণ ওই বিদ্যালয় ভবনের ছাদ ধসে তার গায়ের উপর পড়ে। এতে সে আহত হয়। তবে শিক্ষার্থীরা অক্ষত রয়েছে। ‌ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা খাতুন জানান, ১৯৭২ সালে ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্নে টিনের ঘরে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার একপর্যায়ে ১৯ ৯৩ সালের দিকে ওই ভবন নির্মিত হয়। দীর্ঘদিন আগে নির্মিত ওই ভবনের বিভিন্ন জায়গা থেকে‌ পলেস্তারা খসে রড বের হয়ে যাওয়ার পাশাপাশি ফাটল ধরেছে। যে কোন মুহূর্তে ভবনটি ধ্বসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।‌ কিন্তু তারপরও বিকল্প কোনো ভবন থাকায় ঝুঁকিপূর্ণ ওই ভবনেই পাঠদান করতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন ওই বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হয়তো শিগগিরই নতুন ভবন নির্মিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *