• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সুজানগরে জনশুমারি প্রশিক্ষণ চলছে

সুজানগর সংবাদদাতা ॥ গতকাল সকাল দশ টায় সুজানগর উপজেলার আহম্মাদপুর ইউনিয়নে নেছারা খাতুন উচ্চ বিদ্যালয় হল রুমে জনশুমারীর মাঠ কর্মিদের প্রশিক্ষণ ২০২২ শুরু হয়েছে। এখানে প্রথম গ্রুপে নয় জন সুপার ভাইজার এবং (৫১) জন তথ্য সংগ্রহ কারি প্রশিক্ষণ নিচ্ছে এবং দ্বিতীয´ গ্রুপে আরো (৪৯) জন প্রশিক্ষণ নিবে। সর্বমোট ১০০ জন তথ্য সংগ্রহ কারি কাজ করবে। প্রশিক্ষণ গ্রহণ কারিরা জানায় আমাদের প্রশিক্ষণ কালিন যে সকল উপকরন সরবরাহ করা হয়েছে ট্যাব সহ সকল কিছু ফেরত দিতে হবে। আমাদের ছাতা দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা ছাতা পাই নাই। উক্ত প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দিচ্ছেন মোঃ আনছার আলি এবং আই টি প্রশিক্ষক ইয়াসিন আরাফাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *