• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সিরাজগঞ্জ কারাগারে মাদক ও ভাঙচুর মামলার আসামির ‘আত্মহত্যা’

ওই হাজতির নাম মেহেদী হাসান পাপ্পু। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধির আবুল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক ও ভাঙচুর করার অপরাধে একাধিক মামলা রয়েছে।সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার এ এস এম কামরুল হুদা জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে টয়লেটে গিয়ে লা্নেইর সুতা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মেহেদী হাসান।কয়েদিরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কারারক্ষীদের জানালে তাঁকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।জেল সুপার আরও বলেন, ‘চলতি বছরের ৩০ মে মাদক মামলায় গ্রেপ্তার হলে মেহেদীকে জেলহাজতে পাঠান আদালত। দুদিন আগে জেলখানা থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় একধরনের হতাশা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে ওই হাজতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *