• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সাঁথিয়ায় জমিজমার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ নারী ও শিশুসহ আহত ১০

সাঁথিয়া প্রতিনিধি ॥ পাবনার সাঁথিয়ায় জমিজমা বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের মহিলা ও শিশুসহ অন্তত ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের ক্ষয়েরবাড়িয়া গ্রামে। এ ঘটনায় আহতদেরকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, লুৎফর (৪০), কাশেম (৫৫), উভয়ের পিতা রোস্তম প্রাং। আরিফের স্ত্রী রেশমা খাতুন (৩৫), আরিফ (৩৫) পিতা আবুল কাশেম, আইরিন (৯) পিতা-আরিফ, সেলিম (৩৫) পিতা মোহাম্মদ আলী, শামীম (১৬),আলীম (৩৮),ও চাঁদ (২০)। জানা গেছে দীর্ঘদিন ধরে উপজেলার খয়েরবাড়ীয়া গ্রামের আবুল কাশেম প্রামানিকের সাথে সেলিম গংদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল শনিবার দুপুরে উভয়ের পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলা ও শিশুসহ ১০জন আহত হয়।
আহত আরিফ জানায় সেলিম গংরা হাটবাড়িয়া বোয়াইলমারী থেকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে আমাদের উপর অতর্কীত হামলা চালায়। তারা আমার বাড়ির মধ্যে ঢুকে আমার স্ত্রীসহ ছোট্র শিশুকে যখন আঘাত করে তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। অপরদিকে সেলিমের খালাত ভাই আহত চাঁদ জানায়,তারাই আমাদের উপর হামলা করলে আত্মরক্ষার্থে তারাও হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *