সাঁথিয়া সংবাদদাতা ॥ পাবনার সাঁথিয়ায় স্বামীর উপর অভিমান করে নাজমা খাতুন (৩৯) নামের এক গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী এবং লুৎফর রহমানের মেয়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৭টার দিকে। স্থনীয় সূত্র ও থানায় লিখিত অভিযোগে জানা যায়, মিজানুর রহমান কয়েক মাস আগে দ্বিতীয় বিয়ে করেই। মিজানুর গ্রামে গ্রামে ফেরি করে সিট কাপড় বিক্রি করেন। তাদের ঘরে ১ টি ছেলে ও ২টি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন সকালে সে সবার অজান্তে ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁসি নিয়ে আত্মহত্যা করে। মেয়ের বাবা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে মিজানুর পলাতক রয়েছে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় ইউডি মামলা হয়েছে।