• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সাঁথিয়ায় ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও উপবৃত্তির টাকা বিতরণ

সাঁথিয়া প্রতিনিধি ॥ পাবনার সাঁথিয়ায় ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সাইকেল ও উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠির ৫জন শিক্ষার্থীকে সাইকেল, ৩৫শিক্ষার্র্থীকে ছয় হাজার করে উপবৃত্তির টাকা প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভা ও উপবৃত্তির টাকা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুুদ দেলোয়ার। বক্তব্য দেন,ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সাাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *