• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সাঁথিয়ায় ইউপি চেয়ারম্যানের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

সাঁথিয়া প্রতিনিধি ॥ পাবনার সাঁথিয়া উপজেলার ১নং নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজর বিরুদ্ধে দাযেরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা।
বুধবার দুপুরে সাঁথিয়া প্রেস ক্লাব সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে নাগডেমড়া ইউনিয়ন পরিষদের সদস্যদের পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান মনসুর রহমান লিখিত বক্তব্যে বলেন, তাদের চেয়ারম্যানকে ষড়যন্ত্রমূলকভাবে প্রতিপক্ষরা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছেন। তিনি আরও বলেন, গত ৪ জুন শনিবার রাত সোয়া নয়টার দিকে সাঁথিয়া পৌরসভাধীন ছোট পুঠিপারা গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৫০) নামের এক ব্যক্তিকে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সাঁথিয়া থানা পুলিশ ৫ জুন রোববার দুপুরে চেয়ারম্যান হাফিজকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ঘটনার দিন রাতে ঐ সময় চেয়ারম্যান হাড়িয়া ক্যানালের উপর চায়ের দোকানে এলাকার লোকজন নিয়ে উন্নয়নমূলক কথাবার্তা বলছিলেন। এ হত্যা কান্ডের সাথে তার কোন রকম সম্পৃক্ততা নাই। মাত্র ৬ মাস হলো চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহন করেছেন। তিনি দায়িত্ব নেয়ার পর পরই সকল সদস্যদেরকে নিয়ে সরকারের সকল উন্নয়নমূলক কাজকর্ম সততার সাথে করতেন ও আমাদের পরামর্শ দিতেন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তার কাজকর্মে নাগডেমড়া ইউনিয়নের সর্বস্তরের জনগন তার প্রতি অত্যন্ত সন্তষ্ট। কিছুদিন পূর্বে তিনি সোনাতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। ইউপি নির্বাচনে পরাজিত প্রতিপক্ষরা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে ফাঁসানো এবং রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক এ মিথ্যা মামলা দায়ের করেছেন।
তারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবী এবং এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে হত্যাকান্ডের সাথে জরিত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির দাবীও জানান ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য ও ১ নং প্যানেল মেয়র আব্দুস সালাম, ইউপি সদ¯্য সীমা আক্তার,রেখা খাতুন, মনোয়ারা খাতুন,কামরুজ্জামান, আব্দুল কদ্দুস,শাহ আলম, রমজান সরদার,আমির হামজা, সাবেক ইউপি সদস্য মানিক উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *