সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
“কৃষি সমৃদ্ধি ” পাবনার সাঁথিয়ায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে রোপা আপন প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১২ শত কৃষকের মাঝে বিনা মূল্যে ২০ কেজি সার ও ৫ কেজি ধানের বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোহেল রানা খোকন। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী। এ সময় আরও বক্তব্য দেন পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন,সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, সাঁথিয়া প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা প্রমূখ।