পিপ : পাবনা সাঁথিয়ায় সরকারের বিনা অনুমতিতে অর্পিত সম্পত্তিতে মাটি উত্তোলন করায় ২জনকে ১মাসের কারাদন্ড ও আরো ২জনকে অর্থ দন্ড দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
সাজাপ্রাপ্তরা হলো উপজেলার শালঘর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ভেকুর ড্রাইভার আলামিন(২৫) ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মাটি উত্তোলনের হুকুমদাতা রফিকুল ইসলাম(২৯)। এছাড়ায় চরাচিথুণিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ট্রাকের ড্রাইভার বাবু(৩০)কে ১০ হাজার টাকা ও শালঘর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল(৩০)কে ২০হাজার টাকা জরিমানা করেন ভ্রম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গত শনিবার দিনগত গভীর রাতে উপজেলার শালঘর গ্রামে অবৈধভাবে অর্পিত সম্পত্তিতে ভেকু দিয়ে মাটি উত্তোলণের খবর পান উপজেলা প্রশাসন। এসময় উক্তস্থানে অভিযান চালিয়ে ভেকুর ড্রাইভার আল আমিন, রফিকুল ইসলাম, ট্রাকের ডাইভার বাবু ও রাসেলকে আটক করা হয়। রোববার (১৮ জুন) সকাল ১০টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে এই সাজা ও অর্থদন্ড দেওয়া হয়।