মিজানুর রহমান, পাবনা:
পাবনার আতাইকুলা থানার কুচিয়ামোড়া শাঁখারীপাড়ার সুধীর কুমার উচ্চ বিদ্যালয়ের সেমিপাকা শ্রেণিকক্ষ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দুই কক্ষ বিশিষ্ট এই শ্রেণিকক্ষের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। উদ্বোধন শেষে আ.লীগ সরকারকে শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে বক্তব্য দেন এমপি প্রিন্স। পাকা ভবন ও ক্লাসরুম সহ আধুনিক শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে জাতিকে শিক্ষিত ও দক্ষ করে তোলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। সেই শিক্ষিত জাতিই আগামীর সমৃদ্ধ দেশ গড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন এমপি প্রিন্স।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুস সবুর এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি,আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী খান,সুধীর কুমার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মতিউর রহমান মতি, সদস্য খলিলুর রহমান,আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বকুল, সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,সভাপতি মাহমুদ খান আলী,সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
মিজানুর রহমান
পাবনা প্রতিনিধি